Know info before watch, but no Spoiler

Forrest Gump (1994) মুভি রিভিউ


"Life was like a box of chocolates. You never know what you're gonna get."

বোকাসোকা ফরেস্ট গাম্প, কোনো এক বাস স্টেশনে বসে আছে ৯ নম্বর বাসটি ধরে গন্তব্যে পৌছানোর জন্যে... বাস আসতে দেরি আছে। এমনিতে প্রচুর কথা বলে সে। একা একা চুপচাপই ছিলো, যেই পাশে এক মহিলা এসে বসলো - অমনি তার কথার ফুলঝুড়ি ছুটিয়ে দিলো, একে একে একমনে বলতে লাগলো সেই ছোট্টবেলার কথা, যখন তার মা স্কুলে ভর্তির জন্যে নিয়ে গেলে তার আইকিউ লেভেল দেখে টিচার ভর্তি নিতে চায় নি। সেই ছোট্টবেলার কথা, যখন জেনি নামের মেয়েটা তার মন দখল করে বসলো আজীবনের জন্যে! তারপর বড় হয়ে যেসব বিচিত্র পরিস্থিতি আর অনুভূতির সম্মুখীন হতে হয়েছিলো তাকে!! জীবন বিচিত্রময়! বড্ড বেশি বিচিত্র...  বাস্তবে টম হ্যাঙ্কসের মত অত বেশি বিচিত্র কারো লাইফে হয় না যদিও, তবে এমনই তো হয় জীবন! পদে পদে নতুন এবং অপ্রত্যাশিত কিছু!

হাসি পাচ্ছিলো খুব অটিজমে আক্রান্ত গাম্পের বোকাসুলভ আচরন দেখে, আবার গম্ভিরও হতে হয়েছে ইমোশনাল টাচ দেখে! টম হ্যাঙ্কসের অভিনয়? লোকটা হলিউডের সর্বকালের সেরা অভিনেতাদের একজন! এরপরও সে কি অভিনয় করেছে, বলার প্রয়োজন নেই!

এত বেশি ইন্সপায়রেশন মুভিটায়, বলার মত না...  জেনির সেই প্রার্থনাটুকু, "Dear God, make me a bird. So I could fly far. Far far away from here."

মুভিটি ৯টি অস্কার সহ দুনিয়ার সকল বড় বড় এ্যাওয়ার্ড অনুষ্ঠানের হিংসভাগ পুরস্কার নিজের ঝুলিতে আনতে সক্ষম হয়েছিলো!! অর্থাৎ বলা যায়, আপনি যদি এখনও মুভিটি না দেখে থাকেন, তাহলে আপনার কপাল খারাপ! রিয়েলি! মানে আমি বলতে চাচ্ছি মুভিটা দেখা মিস করা উচিত না আপনার!

Director: Robert Zemeckis
Cast: Tom Hanks, Robin Wright.
IMDb Ratting: 8.8/10
Personal Ratting: 8/10