Know info before watch, but no Spoiler

Main Aur Charles (2015) মুভি রিভিউ



মার্চ , ১৯৮৬ – একজন লোককে ধরার জন্য পুরো ইন্ডিয়ান পুলিশ ফোর্স পাগল হয়ে গিয়েছিল ।
.
ভদ্রলোকের পরিচয় – অনেকগুলো । কখনো সে নেপালের রাজবংশীয় প্রিন্স, কখনো রত্ন ব্যবসায়ী আবার কখনো শুধুই বাবার বখে যাওয়া প্লেবয় সন্তান । অনেকগুলো নাম তার, অনেকগুলো জাতীয়তা । বেশ কয়েকটি ভাষায় সে কথা বলতে পারে অনর্গল, এমন একটা ব্যক্তিত্ব, কেউই তার আকর্ষণ এড়াতে পারে না । শেয়ালের চেয়েও ধূর্ত সে, নেকড়ের চেয়েও হিংস্র , আপাদমস্তক রহস্যময়। অন্যেরা যখন তাদের ভবিষ্যত নিয়ে চিন্তা করে, সে তার ভবিষ্যত লিখে, এমনভাবে লিখে– যার ওপরে মুভি বানানো যায় ।
.
লোকটার নাম চার্লস, চার্লস সোবরাজ ।
.
ইতিহাসে সিরিয়াল কিলারদের মাঝে এই অসাধারণ প্রতিভাধর খুনি বিখ্যাত তার ক্ষুরধার বুদ্ধির কারণে । হিপ্পি ট্যুরিস্টদের টার্গেট করা এই খুনির ডাকনাম ‘ দ্য বিকিনি কিলার’ আর ‘দ্য সার্পেন্ট’ । বারবার তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সে বেরিয়ে গেছে জেল থেকে – যখন সে চেয়েছে তখন । যখন সে ধরা পড়তে চেয়েছে, সে ধরা পড়েছে । জেলখানায় সে নেশার আসর বসিয়েছিল, ছিল সিনেমা আর প্রেমিকাদের অবাধ যাতায়াত । তাকে আদালতে নেয়া হলে দেখা যায়, তার বিপক্ষে আসলে কারও কাছে তেমন কোন প্রমাণ নেই ।
.
Main Aur Charles – এই খুনির জীবন নিয়ে বানানো বলিউডের সবচেয়ে আন্ডাররেটেড সিনেমাগুলোর একটা । দুর্দান্ত অভিনয় করেছেন রণদীপ হুদা – যিনি নিজেই বলিউডের সবচেয়ে আন্ডাররেটেড অভিনেতাদের একজন । ক্যারিশম্যাটিক, ধূর্ত , রহস্যময় চার্লস – আর তার জীবনের একটা বড় ট্যুইস্ট – তার প্রিজন ব্রেক ।
.
রিচা চাড্ডা , মন্দানা কারীমি মুভিতে পর্যন্ত গ্ল্যামার এনেছেন :P আদিল হোসেন – চমৎকারভাবে মানিয়ে গেছেন চরিত্রের সাথে । গানগুলো বেখাপ্পা লেগেছে, পুষিয়ে গেছে দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিকে । আশির দশকের ছাপ পাওয়া যায় মিউজিকে, পোশাকে , হেয়ারস্টাইলে। এই মুভির নায়ক, ভিলেন, রম্যঅভিনেতা – সবকিছু একজনই ।
.
.
লোকটার নাম চার্লস, চার্লস সোবরাজ ।