Know info before watch, but no Spoiler

MAD MAX Fury Road (2015) মুভি রিভিউ


                                     


যে ছবিটি নিয়ে আজ বলবো তা অবশ্য ২০১৫ তে রিলিজ হয়েছে।তখন ই একবার দেখেছি।কিন্তু কয়দিন হলো আবারো মনে হচ্ছিল সিন গুলির কথা।চট করে ডাউনলোড করে দেখতে বসলাম।এর আগে সাউন্ড বক্স ইউজ করিনি কিন্তু এবার সাউন্ড বক্স লাগিয়ে ছবিটা দেখছিলাম!
কারণ মুভির সাউন্ডটা অসাধারণ।

মুভিটা অবশ্যই অবশ্যই দেখবেন তারা যারা অল্পতেই দিশেহারা হয়ে যান, আর এসির বাতাস খেয়ে মনে করেন আহ কত কষ্ট করলাম জীবনে।
মুভিটিতে অসাধারণ দৃশ্যগুলি এত সুন্দর করে পরিচালক ধারণ করেছেন শক্ত একটা স্ক্রিপ্ট দিয়ে তা বলার বাকি রাখেনা।


শুরু হয় একজন পুরুষের মাধ্যমে যে হলো হিরো মুভির, সে প্রায় সময় ই তার মৃত মেয়েকে সহ আরো কিছু মুখ দেখতে পায়।
সে এমন ও সময় দেখে যে সময় প্রতিপক্ষ তাকে মৃত্যুমুখে ঠেলে দেয়।
যাইহোক পাশাপাশি মুভিতে দেখতে পাবেন একজন শক্তিশালী নারী, যে অসাধারণভাবে মুভিতে নিজের অভিনয়কে বিকশিত করেছেন।
অবাককর বিষয় এই যে তার বাম হাতের অর্ধেক ই কাটা।কিন্তু তবুও সে ই একমাত্র নারী যে পুরো মুভিতে হিরো এর চেয়েও শক্ত অভিনয় দেখিয়েছে।

মজার বিষয় এখানে হিরো বা হিরোইন ২জনের মাঝে  কোন সম্পর্ক ই হয়নি।
তবুও তারা হিরো, হিরোইন এখানে।

আর ভিলেইন এর কথা যদি বলি তবে আসলে মুভির গল্প বলা হয়ে যাবে।
শুধু এইটুক বলি যে ভিলেইন হইলো একজন স্বৈর শাসক যে নিজে সহ পারিবারিক ভাবে বিলাসী থেকে নিজ প্রজাদের অভুক্ত রাখে।


তবে এখানে সবচাইতে মজার বিষয় হলো শুরু হয় যুদ্ধটা, নিজেদের জান বাচানো নিয়ে।
কিন্তু শেষটা হয় রিভোল্যুশন  চিন্তা দিয়ে মানে পুরো রাজ্যকেই দখলের ভাবনা দিয়ে।
কেমন হতে পারে সেই সাহসিকতা?
পারবে একজন মেয়ে আধা হাত দিয়ে রাজ্যকে দখল করতে?

Btw খুব মজার একটা সিন আছে যদি আপনি গিটারিস্ট ও ড্রামার  হন খুব অবাক হবেন এখানে গিটারিস্ট ও ড্রামারদের কে যুদ্ধ এর মাঝে কিভাবে উপস্থাপন করা হয়।