ধরুন আপনার জন্ম এমন এক জায়গায় যেখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে কয়লা খনিতে কয়লা খনন করা এবং আপনার বাবাও কয়লা খনিতে কাজ করা একজন শ্রমিক । এর বাইরে কোন কিছু করা এখানে অসম্ভব বলে ধরা হয়। কিন্তু আপনি সবার থেকে আলাদা চিন্তা করেন। আপনি জীবনে বড় কিছু হতে চান! দুনিয়াতে নিজের সাফল্যের পদচিহ্ন আঁকতে চান সব বাধা আর উপহাস অতিক্রম করে। এমনই এক সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে "October Sky" সিনেমাটি।
১৯৫৭ সালের অক্টোবার মাসে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ "স্পুটনিক" লঞ্চ হওয়ার পর তা আকাশে বিচরণ করতে দেখে "কোলউড" গ্রামের "হোমার হিকাম" নামে এক স্বপ্নবিলাসী কিশোরের ইচ্ছা জাগে রকেট বানানো শেখার। যেন একদিন সেও এমন একটা কৃত্রিম উপগ্রহ তৈরি করতে পারে। সে তার স্বপ্নপূরণে কাজ শুরু করে তার বন্ধুবান্ধব এবং স্কুলের এক ম্যাডামের সহায়তায়। কিন্তু পদে পদে হিকাম তার গ্রামবাসী এবং তার পরিবারের ঠাট্টা-বিদ্রুপের শিকার হয়। তার স্বপ্নপূরণের পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তার বাবা। কেননা তার বাবার ধারণা এইসব ছেলেমানুষি। তার ইচ্ছা তার ছেলেও তার মত কয়লা খনিতে কাজ করুক বড় হয়ে। কিন্তু হিকামের ছিল অন্য ইচ্ছা। সে তার বন্ধুদের নিয়ে কাজ চালিয়ে যেতে থাকে তার স্বপ্নপূরণে। চালিয়ে যেতে
থাকে তার রকেট বিষয়ক বিদ্যা।
হিকাম কি শেষমেশ পেরেছিল তার স্বপ্ন পূরণ করতে? জানতে হলে দেখতে হবে এই মুভিটি।
অসম্ভব ইন্সপায়ারিং আর শিক্ষণীয় একটা মুভি এটা। সব বাধা বিপত্তি আর উপহাসের তোয়াক্কা না করে জীবনে এগিয়ে চলে সাফল্য অর্জনের শিক্ষা দেয় এই মুভি।
হোমার হিকাম চরিত্রে অভিনয় করেছেন জ্যাক গিল্লেনহ্যাল। হিকামের বাবার চরিত্রে অভিনয় করেছেন ক্রিস কুপার। এছাড়া হিকামের বন্ধুর চরিত্রে অভিনয়ে করেছেন ক্রিস ওয়েন, লি স্কট, উইলিয়াম লিন্ডবার্গ। হিকামের ম্যাডামের চরিত্রে অভিনয় করেছেন লওরা ডার্ন।
Movie Name: October Sky(1999)
Genre: Biography,Drama,Family
Rotten Tomatoes: 90%
IMDb Rating: 7.8/10 (69k votes)
My Rating: 8.6/10