একজন মায়ের কাছে সন্তানের থেকে বড় আর কি হতে পারে?? আর সন্তানের কাছে মায়ের জায়গাটা ঠিক কোন জায়গায়??
হ্যাঁ, আজকে আপনাদের যেই সিরিজের কথা শোনাতে যাচ্ছি তা গড়ে উঠেছে একটা অন্যরকম, অদ্ভুত মা-ছেলের সম্পর্ক নিয়ে। যেটা শুধুই একটা টিনএজ ছেলের সাথে মায়ের গল্প বললে ভুল হবে। মা-ছেলের সম্পর্ক কতটা বন্ধুত্বপূর্ণ আর মধুর হতে পারে শুধু সেটা না, কখনো কখনো সেটা কতটা ভয়ানক হতে পারে সেটাই দেখবেন নরম্যান বেটসের মাধ্যমে। বিকৃত পরিবেশে বেড়ে ওঠা একটা ছেলের অসুস্থ মানসিক বিকাশ আর মায়ের ছেলের উপর আধিপত্য বিস্তারের প্রবণতা এমন ভয়ংকর হতে পারে সেটা হয়ত ছেলেটিকে বাইরে থেকে দেখে আন্দাজ করতে পারবেন না। নরম্যান কতটা ভালবেসে একসময় মায়ের অস্তিত্ব নিজের মাঝে ধারণ করে ফেলে, সেই গল্প নিয়ে এগিয়ে যাবে সিরিজটি। অত্যন্ত বিনয়ী এবং সৎ মনের ছেলেটি একসময় মানুষ খুন করতেও দ্বিধা করে না। কিন্তু কেন? এই খুনের জন্য সত্যিই কি নরম্যান দায়ী, নাকি যাকে ঘিরে তার পৃথিবী সেই মা দায়ী?
প্রশ্নগুলোর উত্তর পেতে অবশ্যই সিরিজটির সবগুলো সিজন দেখতে হবে।
সাইকোলজিক্যাল থ্রিলারপ্রেমীদের জন্য এককথায় মাস্টারপিস মুভি বানিয়েছিলেন আলফ্রেড হিচকক। রবার্ট ব্লকের সাইকো উপন্যাস অবলম্বনে "সাইকো" (১৯৬০) মুভিটির আলোকেই এই "বেটস মোটেল"। মুভিটি যারা দেখেছেন তাদের জন্য মাস্ট ওয়াচ সিরিজ এটা৷ প্রথম ৪টি সিজনে মূলতঃ "সাইকো" মুভির পূর্বাবস্থা দেখানো হবে। মানে মুভির প্রিকুয়্যাল বলতে পারেন। আর সিজন-৫ "সাইকো" মুভিটিকেই মডিফাই করে বানানো হয়েছে। সাইকোলজিক্যাল থ্রিলারপ্রমীদের জন্য মাস্ট ওয়াচ সিরিজ এটি। তবে আমি বলব যারা "সাইকো" দেখেননি সিরিজ শুরু করার আগে "সাইকো" দেখে নিন। "সাইকো"র আরো ২টা সিকুয়্যাল মুভি আছে। সেগুলোও দেখে নিতে পারেন।
মুভির গল্পের সাথে সাথে আপনাকে যেটা সবথেকে বেশি আকৃষ্ট করবে সেটা হলো মা-ছেলের অসাধারণ অভিনয়। কাহিনীর সাথে সাথে তাদের অভিনয়ের মধ্যে আপনি ঢুকে যেতে বাধ্য। মায়ের চরিত্রে (নর্মা বেটস) অভিনয় করেছেন ভেরা ফারমিগা। "কনজুরিং"-এর বদৌলতে আমরা অনেকেই তাঁর অভিনয় দক্ষতা সম্পর্কে জানি। এখানেও তিনি খুবই সাবলীল অভিনয় করেছেন। তবে নরম্যান বেটসের চরিত্রে অভিনয় করা ফ্রেড্ডি হিফমোরে নিজেকেও ছাড়িয়ে গেছেন এই সিরিজে। শুধু তাঁর অভিনয়ের জন্যও সিরিজটা মনে গেঁথে যেতে বাধ্য করবে আপনাকে। টিনএজ বয়সেই এত সাবলীল অভিনয় এককথায় আমাকে তাঁর ফ্যান বানিয়ে দিয়েছে। সিরিজটিতে তাঁর অভিনয় কখনো আপনাকে তাঁর প্রতি করুণা জাগাবে আবার কখনো ঘৃণা। কিন্তু অভিনয়ে মুগ্ধ হবেন অবশ্যই।
আমাকে সিরিজটি এতটাই আকৃষ্ট করে ফেলেছিল যে, টানা ৬দিনেই ৫টা সিজন শেষ করে ফেলেছি!!
প্রতিটি সিজনে ১০টি করে এপিসোড। টোটাল রানিং টাইম প্রায় ৩৮ঘন্টা। তো দেরি না করে দেখে ফেলুন। আশাকরি ভালো লাগবে।
Happy watching...😊😊😊
Total season -5 (2013-2017)
Genre: Psychological thriller
IMDB : 8.2
Rotten Tomatoes : 93%