আমরা একসময় জানতাম হগওয়ার্টস নামক ম্যাজিক স্কুলের কথা...
পার্ট ফোর থেকে আরো 2 টা ম্যাজিক স্কুলের নাম
জানা যায় যেগুলা ইউরোপের মধ্যে আছে।
কিন্তু জে. কে. রাওলিং শুধু ইউরোপ নয়, পৃথিবী জুড়ে
১১ টি প্রধান ম্যাজিক স্কুলের অবস্থানের কথা বলেছেন
এবং তার সাথে ছোট বড় আরো অনেক স্কুল আছে।
হগওয়ার্টস ব্যাতিত বাকি স্কুলের কথাই আজ বলব।
১) BEAUXBATONS : ১২৯০ সালে এই স্কুল ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়। অধিকতর ফ্রান্সের ছেলে মেয়েরা পড়লেও বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডসের
শিক্ষার্থীরা আসে৷ এদের পোশাক নীল সিল্কের কাপড়ে
তৈরী। সৌন্দর্যের দিক দিয়ে এটি হগওয়ার্টস কেও হার
মানায়। চারিদিক পাহাড় ও বাগানে ঘেড়া এই স্কুল।
এর ঝড়নার পানি মানুষের রোগমুক্তি ও সৌন্দর্য বৃদ্ধি করে। হ্যারি পটার পার্ট ৪ এই স্কুল ট্রাই উইজার্ড কম্পটিশনে আসে। এরা যানবাহনের জন্য উড়ন্ত ঘোড়া
ব্যাবহার করে।
যেকোনো প্রতিযোগিতায় এরা ৬২ বার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে যেখানে হগওয়ার্টস ৬৩ বার।
"নিকোলাস ফ্লামেল" যিনি ফিলোসফার স্টোনের আবিষ্কারক। তিনি এই স্কুলের ছাত্র ছিলেন।
২) DURMSTRANG INSTITUTE : ইউরোপের আর একটি স্কুল। যেখানে অধিকতর বুলগেরিয়ান স্টুডেন্ট
পড়ে। ১২৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এটি। ডার্ক আর্ট ম্যাজিক এর জন্য বিখ্যাত এই স্কুল।
মাগলবর্ন এই স্কুলে পড়তে পারত না শুরুর দিকে কিন্তু
পরবর্তীতে মাগলরা সেই সুযোগ পায়।
ভিক্টর ক্রাম ( পার্ট ৪ দেখানো হয়েছে) এই স্কুলের ছাত্র।
বরফে আচ্ছাদিত থাকে এই স্কুল তাই সেখানকার পোশাক
খুব মোটা হয়।
ডার্ক ম্যাজিককে সবচেয়ে গুরুত্ব দেয়া স্কুল এটি।
যেখান থেকে " গ্রিন্ডেলওয়াল্ড " পড়াশোনা করেছে।
এবং ১৮৯০ সালের দিক ভয়ানক ডার্ক ম্যাজিক করার
কারণে তাকে স্কুল থেকে বের করে দেয়া হয়।
৩) ILVERMORNY : "ফ্যান্টাস্টিক বিস্টস" মুভিতে এই স্কুলের নাম শোনা যায়। যেখান থেকে "কুইনি ও টিনা গোল্ডস্টেইন "পাশ করা শিক্ষার্থী ছিল।
এটি আমেরিকায় অবস্থিত। হগওয়ার্টস এর মত এদের
৪ টি হাউজ আছে। " Thunderbird, Wampus, PukwudG, Horned Sarpent."
স্কুলের স্টুডেন্টদের হাউজ সিলেকশন "গর্ডিয়ান নট"
নামক যায়গায় হয় যেটা এনট্রানস হলের সামনেই
অবস্থিত। হাউজের প্রতীক তাদের স্টুডেন্ট চুজ করে
নেয়। ১৮০০ শতাব্দীতে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়
এবং ১৯০০ শতাব্দীতে এটিকে হগওয়ার্টসের সমান
জনপ্রিয় মানা হয়।
ইলভারমরনি বাহির থেকে সাধারণ মানুষের চোখে
মেঘের মত মনে হয়।
হগওয়ার্টস ব্যাতিত বাকি ম্যাজিক স্কুলের বর্ণনার
২য় পার্ট এটি। প্রথম টির লিংক পোস্টের শেষে দেয়া।
৪) CASTELOBRUXO : এটি ব্রাজিলের আমাজন রেইন ফরেস্টে অবস্থিত। লাতিন আমেরিকার স্টুডেন্ট
এখানে পড়তে আসে। এটি দেখতে পুরোনো মন্দিরের মত।
"ক্যাসেলোব্রোসো" হগওয়ার্টসের মতই পুরোনো স্কুল।
"কাইপোরা" নামক ছোটো জীব এটার দেখাশোনা করে।
রনের বড়ভাই বিল উইজলির পেনফ্রেন্ড এই স্কুলে পড়ত। আর্থিক অভাব থাকায় "বিল উইজলি" ব্রাজিলে
গিয়ে সেখানে পড়তে পারে নি।
এই স্কুলের শিক্ষার্থীদের পোশাক গাঢ় সবুজ বর্ণের হয়
এবং এরা "হার্বালোজি ও ম্যাজিক্যাল ক্রিয়েচার সাবজেক্ট " এ অনেক পারদর্শী হয়।
ক্যাসেলোব্রোসো একটি পর্তুগিজ শব্দ। যার অর্থ হলো
"জাদুর মহল।"
৫) MAHUTOKORO : এটির অবস্থান জাপানে।
"মাহুতোকরো" একটি জাপানিজ শব্দ যার অর্থ হলো
"জাদুর স্থান।"
এটিই হচ্ছে সবচেয়ে পুরোনো জাদুর স্কুল এবং মজার
তথ্য হলো " কিডিচ" খেলার উৎপত্তি এখানেই।
সবচেয়ে কম স্টুডেন্ট নিয়ে গড়া এই স্কুল জাপানের
আগ্নেয়গিরি পাহাড়ের উপর অবস্থিত যা সাধারন চোখে
জাপানের মন্দিরের মত লাগে।
৭ বছর বয়সেই এদের স্টুডেন্ট সিলেকশন হয়ে যায়।
যদিও বা ১১ বছর বয়স থেকে ক্লাস শুরু করে তারা।
এদের পোশাক প্রথম অবস্থায় গোলাপি কালার এবং
অভিজ্ঞতার সাথে সাথে সোনালিতে পরিনত হয়।
কোনো স্টুডেন্ট রুল ব্রেক করলে তার কাপড় সাথে
সাথে সাদা কালার ধারণ করে এবং তাকে বের করে দেয়া হয়।
নিয়ম কানুন প্রয়োগের জন্য এরা সবখানেই সমাদৃত।
৬) UGADOU : পশ্চিম উগান্ডার "মাউন্টেন অব দ্যা মুন"
এর উপর অবস্থিত। বলতে গেলে সবচেয়ে বড় এবং
বেশি স্টুডেন্ট নিয়ে গঠিত এই স্কুল যা হগওয়ার্টস থেকে
বেশি পুরোনো। এতটাই উপরে অবস্থিত য দেখলে মনে
হয় মেঘে ভাসমান অবস্থায় আছে।
এরা ট্রান্সফিগারেশন, এলকেমি, এস্ট্রোনমি তে পারদর্শী।
স্টুডেন্ট বাছাই প্রক্রিয়া এখানে "ড্রিম মেসেনজার"
মাধ্যমে ঘটে। অর্থাৎ স্বপ্নে বার্তা আসে এবং স্টুডেন্টদের
হাতে একটা পাথর দেয়া হয়। যার মাধ্যমে তারা বুঝতে
পারে যে তাদের স্কুলে পড়ার যোগ্যতা আছে।
এরা নিজের হাত বা আংগুল দিয়ে জাদু করে।
৭) KOLDOVSTORETZ : এর অবস্থান রাশিয়ায়।
এই স্কুল সম্পর্কে রাইটার এখনো কিছু তথ্য প্রকাশ করেনি।
হগওয়ার্টস সহ এই ছিল ৮ টি স্কুল যার তথ্য প্রকাশ
করা হয়েছে। ওয়ার্ল্ডফেমাস ১১ টি স্কুল এর মধ্যে এখনো ৩ টি স্কুল কোথায় আছে বা কেমন রাইটার
প্রকাশ করে নি।
নেক্সট "হোগওয়ার্টস" স্কুলের উৎপত্তি আর যেই ৪ জন
তৈরী করেছেন তাদের নিয়ে আলোচনা করব।