Know info before watch, but no Spoiler

MARVEL এর নতুন অধ্যায় এর সূচনা, Fox এর সমাপ্তি


অবশেষে ডিজনী-ফক্স চুক্তি সম্পন্ন হলো। এক্স-মেন, ফ্যান্টাস্টিক ফোর ও অন্যান্য ক্যারেক্টাররা এখন ডিজনীর ঘরে চলে এসেছে। এতদিন তারা ফক্সের কাছে বন্দী ছিল। তাই এখন ডিজনী মার্ভেল স্টুডিও সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে মুভি বানাবে। পুরোপুরি রিবুট করে নতুন অভিনেতা এর মাধ্যমে ক্যারেক্টার গুলো উপস্থাপন করবে। সবার আগে এক্স-মেন দের মুভি আসার সম্ভাবনা বেশী। তারপর ফ্যান্টাস্টিক ফোর সিরিজ টাও প্রায় দীর্ঘসময় ধরে চলতে থাকবে। এক্স-মেন, ফ্যান্টাস্টিক ফোর দের অনেকগুলা মুভির সিকুয়্যাল বের হবে, যেগুলোতে নতুন নতুন মার্ভেল কমিকবুক ভিলেন দের আগমন ঘটাবে। এতে মুভিগুলো দারুণভাবে জমবে। তো দেখা যাক কি কি ধরণের ক্যারেক্টারগুলোকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখা যাওয়ার সম্ভাবনা আছে, একটু ধারণ করা যাক:
আমরা অনেক আগে থেকেই শুনে আসছি, মার্ভেল সুপারহিরো "সিলভার সার্ফার" এর সলো মুভি আসবে। সেটা অবশ্য কেভিন ফাইগী কনফার্ম করেছেন, সিলভার সার্ফার এর খুব দ্রুত এমসিউতে আবির্ভাব হবে। এরপর "ওলভারিন" চরিত্রটাও রিবুট করা হবে। নতুন কোনো অভিনেতা খোজা হচ্ছে ওলভারিন এর জন্য। "গ্যাম্বিট" এর সলো মুভি ২০১৭-১৮ সালের মধ্যে আসার কথা ছিল, কিন্তু ডিজনী-ফক্স এর চুক্তির কারণে সেটার পরিকল্পনা বন্ধ হয়ে যায়। কিন্তু "গ্যাম্বিট" যেহেতু এক্স-মেন এর সদস্যা, তাই তাকে মার্ভেল স্টুডিওস এর মুভিতে আনা হবে।  হলিউড জনপ্রিয় অভিনেতা Channing Tatum অনেকে আগে থেকেই "Gambit" এর ভৃমিকায় অভিনয় করতে রাজি আছেন। অন্যদিকে মার্ভেল কমিক্সের সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত সুপারভিলেন হলো "ডক্টর ডুম"। ডক্টর ডুম কে অবশ্য আগের ফ্যান্টাস্টিক ফোর মুভিগুলাতে দেখা গেলেও ঠিকমত উপস্থাপন করতে পারে নি। কিন্তু এবার ডক্টর ডুম কমিক অনুযায়ী যেরকম রয়েছে, একদম সেভাবেই লাইভ অ্যাকশনে ঠিকভাবে উপস্থাপন করা হবে। ডক্টর ডুম চরিত্রটা খুবই দূর্দান্ত ও Awesome Level এর। সে Thanos এর থেকেও উচ্চমাত্রার ভয়াবহ ভিলেন। এরপর অবশেষে "ফ্যান্টাস্টিক ফোর" দলটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে জায়গা পেল। ফ্যান্টাস্টিক ফোর দের লিডার "রিড রিচার্ড/মিস্টার ফ্যান্টাস্টিক" কে আমরা আবারো লাইভ অ্যাকশনে দেখতে পাবো। এই মিস্টার ফ্যান্টাস্টিক কে মার্ভেল ইউনিভার্সের মধ্যে সবচেয়ে শীর্ষ স্মার্ট ব্যাক্তি ও উচ্চ লেভেলের জিনিয়াস হিসেবে ধরা হয়। "রিড রিচার্ডস/মিস্টার ফ্যান্টাস্টিক" এর মত জিনিয়াস সাইন্টিস্ট কে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি মুভিতে নিয়ে আসা উচিত। খুব জোরেসোড়ে শোনা যাচ্ছে যে, অভিনেতা John Kraisinski খুব বেশী আগ্রহ নিয়ে Mister Fantastic চরিত্রে অভিনয় করতে প্রস্তুত আছেন। আর ওদিকে মার্ভেল কমিকবুকের শীর্ষ সুপারভিলেন "ম্যাগনিটো" কে আমরা এমনিতেই এক্স-মেন মুভিগুলাতে দেখে আসছি। এমনকি এবছরের "ডার্ক ফিনিক্স" মুভিতেও ম্যাগনিটো কে আবার দেখা যাবে। কিন্তু এই ভার্সনের ম্যাগনিটো কে পরবর্তীতে আর দেখা যাবে না। পরবর্তীতে সব রিবুট করা হবে, যা ম্যাগনিটো কেও নতুন অভিনেতা দিয়ে কাস্ট করাবে। আমরা অনেকেই জানি ম্যাগনিটো খুব বয়স্ক, তাই ম্যাগনিটো কে হয়তো কমিক অনুযায়ী বুড়ো বয়সের কাউকে এই চরিত্রে দেখবো। যদিও আমি চেয়েছিলাম মাইকেল ফেসবেন্ডার এই ম্যাগনিটো রুলটির জন্য থেকে যাক, কিন্তু সেটা আর সম্ভব নয়। তারপর অবশেষে আমাদের স্বপ্ন প্রায় পূরণ হতে যাচ্ছে, যার জন্য আমরা অধীর আগ্রহে আছি। তিনি হলেন "গ্যালাক্টেস"। এই গ্যালাক্টেস কে এখনো কোনো মুভিতে দেখানো হয়নি। অনেক ফ্যানরাই গ্যালাক্টেস কে লাইভ অ্যাকশনে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদি "সিলভার সার্ফার" এর নিজস্ব মুভি আসে, তাহলে সেখানেই গ্যালাক্টেস এর মত ইউনিভার্সের সবচেয়ে Bigger Threat কে খুব তাড়াতাড়ি দেখা যাবে.
.
মূলত ফেজ ৪ এর পর থেকেই Marvel Cinematic Universe এর মুভিগূলোতে শুধু Cosmic, Omni Multiversal পর্যায়ের মাধ্যমে তৈরী করা হবে। ফেজ ৫ এই হয়তো Secret Wars, Secret Invansion, Annihillus এর মত বিশাল Event এর মাধ্যমে মুভিগুলো তৈরী হবে, যা কসমিক এন্টিটি দের আগমন অনবরত ঘটতে থাকবে। ফ্যান্টাস্টিক ফোর এর অনেক বেশী ফ্রান্সাইজি হবে, যেখানে সুপারভিলেন ডক্টর ডুম, উইজার্ড, ক্যাং, সুপার স্ক্রুল দের আনার সম্ভাবনা বেশী।