Know info before watch, but no Spoiler

Sleep Tight (2011) Movie Review || মুভি রিভিউ


“Let's wipe that smile off that face”

স্প্যানিশ চলচিত্র জগতের আলোড়নকারী একটি সাইকোলজ্যিকাল থ্রিলার  ফিল্ম Jaume Balagueró এর “Sleep Tight”. ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মুভিটি সারা বিশ্ব জুড়ে দর্শকনন্দিত হয়। সাফল্যের ধারাবাহিকতায় আরেকটি মাত্রা যুক্ত হয় যখন দক্ষিন কোরিয়ায় এর রিমেক করা হয় “Door Lock” নামে। মাত্র ২ টি প্রধান চরিত্র এবং গুটিকতক প্বার্শ-চরিত্রে মুভিটি অনেকাংশে অবাক করার মতো প্রতিক্রিয়া পেতে সক্ষম।

বাসায় একা? ঘুমাচ্ছেন? ঘুমানোর আগে খেয়াল করেছেন, কেউ বিছানার নিচে আছে কিনা কিংবা ওয়াশরুমে অথবা লুকিয়ে অন্য কোথাও? ঘুম থেকে উঠে বুঝতে পারবেন কি ঘটে গিয়েছে আপনার সাথে, গত রাত্রে?
হয়তো এমনই সব ভাবনার মুখোমুখি হবেন মুভিটা শেষ করার পর।

Plot Summary:- সিজার একটি এপার্টমেন্টের প্রহরী। ইহজগৎে তার একটি মাত্র সমস্যা, সে সুখী নয়। ছোটখাটো আনন্দে তো নয়ই বরং তার জীবনের সবচেয়ে আনন্দঘন ঘটনাও তাকে সুখী করতে পারেনি। তার জীবনে নেই কোনো অনুপ্রেরনা, নেই উৎসাহ, নেই বেঁচে থাকার জন্য বিন্দুমাত্র লক্ষ। যন্ত্রনাদায়ক এই জীবন সিজারের জন্য অসহ্য হয়ে উঠে। কিন্তু এপার্টমেন্টের সকল ভাড়াটিয়ার সাথে তার চমৎকার সম্পর্ক। অন্যের উপকারে সে সর্বদা এগিয়ে আসে। কিন্তু এটা তার মুখোশ মাত্র, অন্যের দুঃখেই বরং সে একটু আনন্দের ছোঁয়া পায়। এপার্টমেন্টের এক হাসিখুশি এবং প্রানবন্ত তরুনী ক্লারা। কোনো দুঃখই যেনো তাকে স্পর্শ করেনা। সিজারের লক্ষ্য ক্লারার জীবনের হাসিটুকু ছিনিয়ে নিয়ে আলতো করে কান্নার ছোঁয়া লাগিয়ে দেওয়া, বিনিময়ে জীবনে একটুখানি প্রশান্তি লাভ।

কাহিনী এগিয়ে যাবে ধীরে আর আপনাকে নিয়ে যাবে রোমাঞ্চকর এক অতিমানবীয় অনুভূতির মধ্য দিয়ে। সমগ্র চিত্ত বিকৃত হয়ে দংশন করবে যখন মনে হবে আমরাও তো মাঝে মাঝে অন্যের অপকার করে/দেখে আনন্দ পাই কিন্তু বিনিময়ে অপরপক্ষ কি নিদারুন কষ্ট অনুভব করে।

“Cell 211” মুভিতে দুর্দান্ত অভিনয় করা Luis Tosar 'সিজার' চরিত্রে নিজেকে আবির্ভূত করেছেন এমন এক দ্বৈত চরিত্রে, যেখানে তার সমগ্র প্রতিভা যেনো বিকশিত হয়েছে। ক্লারা চরিত্রে ছিলেন Marta Etura, যার হাসিখুশি মুখটা আপনাকে নিয়ে যাবে অন্য এক ভুবনে।

অসাধারন স্ক্রিনপ্লে, ভয়ংকর শীতল এটিটিউড, প্রতি মুহূর্তে রোমাঞ্চকর ছোঁয়া, ফিনিশিং এ অবাক হওয়ার অনুভূতি নেওয়ার জন্য “Sleep Tight” একটি উৎকৃষ্ট মুভি। থ্রিলার-সাসপেন্স প্রেমীদের জন্য মাস্ট সি মুভি।

হিংসা, ঈর্ষা থেকে নিজেকে দূরে রাখুন, নিজে সুস্থ থাকুন এবং ভালো রাখুন কাছের মানুষটিকে।

© movie review bd